শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমণি ৪২০ টি গাছ জব্দ!

- Update Time : ১০:২১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮ Time View

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর জেলার ঝিনাইগাতী সদর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল এর তত্ববধানে কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হাসান এবং কৃষি সম্প্রসারণ অফিসার ওয়াহিদুজ্জামান নূর অভিযান পরিচালনা করেন। ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসের সম্মুখে ধ্বংস করা হলো ৪২০ টি ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি চারা। ৩১ আগস্ট (রবিবার) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্তরে ধ্বংস করা হয়। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, পরিবেশের জন্য হুমকি এবং রাক্ষুসী গাছ হিসেবে খ্যাত ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি চারা রোপণে সরকারি ভাবে বিধিনিষেধ আরোপ করে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হাসান এবং কৃষি সম্প্রসারণ অফিসার ওয়াহিদুজ্জামান নুর নার্সারী মালিক সহ অন্যান্য সকলকে পরিবেশ ক্ষতিকর এসব চারা এখনো উপজেলার বিভিন্ন স্থানে আছে, তা নিজ উদ্যোগে ধ্বংস করা সহ সকল ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি গাছ কেটে ফেলার আহবান করেন। নচেৎ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।