১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
খানসামায় রহস্যজনক অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে ছাই,দুই গরু নিহত
Reporter Name
- Update Time : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ৪ Time View

উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের কৈ পাড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর পুড়ে ছাই।এতে গোয়ালঘরে থাকা দুইটি গরু পুড়ে মারা গেছে এবং কয়েকটি গবাদিপশু গুরুতরভাবে আহত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে মৃত ভুপেন মাস্টারের ছেলে বিধান চন্দ্র রায়ের গোয়ালঘরে হঠাৎ আগুন লাগে।মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে গোয়ালঘরটি পুড়ে যায় এবং তার দুটি গরু পুড়ে মারা যায়।এসব গরুর আনুমানিক মূল্য স্থানীয়দের মতে প্রায় ৯০ হাজার টাকা। এছাড়া ওই গোয়ালঘরে থাকা তার ভাই রতন কুমার রায় এর একটি রামছাগল ও দুটি গরু এবং একই পরিবারের মৃত শরৎ চন্দ্র রায়ের ছেলে জগদীশ চন্দ্র এর দুটি গরু গুরুতর আহত হয়েছে। বর্তমানে আহত গরুগুলো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, গোয়ালঘরে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না এবং সেখানে আগুন ব্যবহারের কোনো সুযোগও ছিল না। ফলে আগুনের সূত্রপাত নিয়ে রহস্য তৈরি হয়েছে।আমরা সাধারণ মানুষ, কারো সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তবুও কেন আমাদের লক্ষ্যবস্তু করা হলো—এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।“আমাদের দুটি করে গরু আগুনে মারাত্মকভাবে আহত হয়েছে। বাঁচবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। স্থানীয়দের মধ্যে দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসংযোগের আশঙ্কাও করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য তমিজ উদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি।এটি স্বাভাবিক কোনো দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা প্রয়োজন।” এবিষয়ে খানসামা থানা এসআই আবু বক্কর সিদ্দিক বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আপাতত কাউকে সন্দেহ করছে না। তাৎক্ষনিকভাবে ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে আহত গরুগুলোর চিকিৎসা ব্যাবস্থা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে।
Tag :



















