০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter Name
  • Update Time : ০৫:২৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ২৮ Time View

উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :-খানসামা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে আহ্বায়ক কমিটির উদ্যোগে উপজেলার পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই উপলক্ষে খানসামা উপজেলায় শিক্ষক সমাবেশ ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি খানসামা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সভাপতি কামিনী কান্ত কোয়ালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো: রশিদুল ইসলাম এবং সদস্য মো: আবু তাহের চৌধুরী, মো: লতিফুর রহমান ও মো: আনিসুজ্জামান। বক্তারা সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, সহকারী শিক্ষকদের অধিকার রক্ষা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংগঠনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ শেষে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন উপজেলার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমদ-উল্লাহ। একইভাবে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন উপজেলার ভাবকি ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর জামান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু বক্কর সিদ্দিক এবং প্রচার সম্পাদক হিসেবে সোহেল চৌধুরী দায়িত্ব পেয়েছেন। নির্বাচিত হওয়ার পর সভাপতি আহমদ-উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।” সাধারণ সম্পাদক নূর জামান তাঁর বক্তব্যে বলেন,“এই সংগঠন শুধু একটি কমিটি নয়, এটি সহকারী শিক্ষকদের অধিকার আদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। সকল শিক্ষকের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা হবে। শিক্ষক কল্যাণে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।” নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের সার্বিক কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

খানসামায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন

Update Time : ০৫:২৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :-খানসামা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে আহ্বায়ক কমিটির উদ্যোগে উপজেলার পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই উপলক্ষে খানসামা উপজেলায় শিক্ষক সমাবেশ ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি খানসামা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সভাপতি কামিনী কান্ত কোয়ালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো: রশিদুল ইসলাম এবং সদস্য মো: আবু তাহের চৌধুরী, মো: লতিফুর রহমান ও মো: আনিসুজ্জামান। বক্তারা সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, সহকারী শিক্ষকদের অধিকার রক্ষা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংগঠনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ শেষে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন উপজেলার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমদ-উল্লাহ। একইভাবে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন উপজেলার ভাবকি ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর জামান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু বক্কর সিদ্দিক এবং প্রচার সম্পাদক হিসেবে সোহেল চৌধুরী দায়িত্ব পেয়েছেন। নির্বাচিত হওয়ার পর সভাপতি আহমদ-উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।” সাধারণ সম্পাদক নূর জামান তাঁর বক্তব্যে বলেন,“এই সংগঠন শুধু একটি কমিটি নয়, এটি সহকারী শিক্ষকদের অধিকার আদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। সকল শিক্ষকের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা হবে। শিক্ষক কল্যাণে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।” নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের সার্বিক কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।